শুক্রবার (২৫ জুন) পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে পেশোয়ায় জালমিকে ৪৭ রানে হারিয়ে প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজি লিগে চ্যাম্পিয়ন হলো মুলতান সুলতানস। আগে ব্যাট করে ৪ উইকেটে ২০৬ রান তোলে মুলতান। তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রানে থেমে যায় পেশোয়ারের ইনিংস।
মারকাটারি আসরে সর্বোচ্চ ৫৫৪ রান করে রান সংগ্রহকারীর চূড়ায় রয়েছেন পাকিস্তানের তারকার ব্যাটসম্যান বাবর আযম। তিনি ১১ ম্যাচে ৬৯ গড়ে ৫৫৪ রান তুলেন। আসরে মোট ৭টি হাফ সেঞ্চুরি রয়েছে তার।
এছাড়াও তালিকায় রয়েছেন রেজওয়ান। আসরে ১২ ইনিংসে তার সংগ্রহ ৫০০।
তৃতীয় অবস্থানে শোয়েব মাকসুদ। তিনি ৪৭ গড়ে তুলেছেন ৪২৮। আসরে মোট ১২টি ম্যাচ খেলেছেন পাক ব্যাটসম্যান।
সর্বোচ্চ রান সংগ্রহকারীরর তালিকায় চতুর্থ পাকিস্তান দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। মালিক মোট ১৩ ম্যাচ খেলে তুলেছেন ৩৫৪ রান। দেখা পেয়েছেন দুটি হাফসেঞ্চুরির দেখা।
পিএসএলে রান সংগ্রহকারীর তালিকা।সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় পঞ্চমে করাচি কিংসের শেরজাল খান। ৩৩৮ রান সংগ্রহ করেন তিনি। দেখা পেয়েছেন একটি হাফসেঞ্চুরির দেখা। মজার ব্যাপার হলো সেরা দশ রান সংগ্রহকারীর তালিকায় কেউ সেঞ্চুরির দেখা না পেলেও ঠিকই শতক হাঁকিয়েছেন শেরজাল।
এ তারিকায় রয়েছেন কোয়েটার সরফরাজ খান। তার অবস্থান ষষ্ঠে। তিনি ৩৩৮ রান করেছেন সদ্য শেষ হওয়া আসরে। দেখা পেয়েছেন তিনটি হাফসেঞ্চুরির।
এছাড়াও ফখর জামান, মুনরো ও কামরান আকম আছেন সেরা দশে।
0 মন্তব্যসমূহ