Top News

6/recent/ticker-posts

লিটন দাস যদি ব্যাটিংয়ে থাকতো তাহলে বাংলাদেশ ২ ওভার আগে থাকতে হাসতে হাসতে জিতে যেত - শোয়েব আক্তার

নিউজ বিডি ডেস্কঃ
tameem iqbal declared shoaib akhtar a dangerous bowler,shoaib akhtar world's fastest bowler,tameem called shoaib akhtar a dangerous bowler,shoaib akhter is a dangerous bowler,shoaib akhtar is a fastest bowler in the world,shoaib akhra world's dangerous bowler,tameem iqbal declared shoaib malik a dangerous batsman,shoaib malik a dangerous batsman,world's dangerous batsman tameem iqbal,very dangerous bowler shoaib akhtar,shoaib akhter fastest ball

আশা দেখিয়েছিলেন লিটন দাস কিন্তু বাকিরা হয়েছেন ব্যর্থ। ভারতের বিপক্ষে আবারও ম্যাচ জিততে জিততে শেষ মুহূর্তে হেরে গেছে বাংলাদেশ। তবে পাকিস্তানের কিংবদন্তি ফার্স্ট বোলার শোয়েব আক্তার মনে করেন লিটন দাস ব্যাটিংয়ে থাকলে ম্যাচ বাংলাদেশ হাসতে হাসতে জিতে যেত।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮৪ রান সংগ্রহ করে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার লিটন দাস। এক প্রান্তে যখন নাজমুল হোসেন শান্ত ১০ বলে ২ রান করে অপরাজিত অন্য প্রান্তে মাত্র ২১ বলেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন।

তবে ইনিংসের সপ্তম ওভারে বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। তখন ২৬ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন লিটন দাস। কিন্তু বৃষ্টি শেষে খেলা শুরু হলে বাংলাদেশের জন্য টার্গেট দাঁড়ায় ১৬ ওভারে ১৫১ রান। কিন্তু বৃষ্টির পরে ব্যাটিংয়ে নেমে মাত্র এক রান করেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান লিটন।

আর এতেই বাংলাদেশের জন্য বিপদ হয়ে দাঁড়ায়। লিটন যেভাবে ব্যাটিং করছিল আর যদি ১৫ টি বল খেলতে পারতো তাহলে হয়তো ম্যাচ আরো দুই ওভার আগে থেকেই ম্যাচ জিতে যেত বাংলাদেশ। আর সেটি বলেছেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আক্তার।

নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক পর্যায়ে তিনি বলেন, “কোন প্রয়োজন ছিল না লিটন দাসের তখন ওই দুই রান নেওয়ার। বল ব্যাটে আসছিল তার উচিত ছিল জাগায় দাঁড়িয়ে থাকে খেলা। কিন্তু দুই রান নিতে গিয়ে শেষ পর্যন্ত রানআউট হতে হয়েছে তাকে। যেটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে”।

“তবে যদি লিটন দাস টিকে থাকতে পারতো তাহলে কোন প্রশ্নই উঠত না এই ম্যাচ বাংলাদেশ ১৪ কিংবা ১৫ ওভারের মধ্যেই অনেক আগেই জিতে যেত”। ওয়েল ডান বাংলাদেশ, হতাশ হওয়ার কিছুই নেই। তোমরা অনেক ভালো দল। তোমরা অনেক ভালো ক্রিকেট খেলেছো”।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ