৮ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা কিন্তু মাশরাফি যে ৮ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সেটি তার পারফরম্যান্স দেখে বোঝার উপায় নেই।
বিপিএলের প্রথম পর্ব শেষে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় যৌথভাবে প্রথম স্থানে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ঢাকায় ৪ ম্যাচে ৭ উইকেট দখল করেছেন, তার সমান উইকেট ঢাকা ডোমিনেটরস পেসার আল আমিন হোসেনের।
৪ ম্যাচে ১৫ ওভার বোলিং করে ১১২ রানের বিনিময়ে ৭ উইকেট দখল করেছেন মাশরাফি। তার সেরা বোলিং ফিগার, ৩/৪৮। ইকোনমিক রেট ৭.৪৬। অন্যদিকে ঢাকা ডোমিনেটর্সের পেসার আল আমিন হোসেনও ৭ উইকেট পেয়ে উইকেট শিকারে যৌথভাবে শীর্ষে।
তবে আল আমিন ৭ উইকেট পেয়েছেন ২ ম্যাচ খেলেই। সেরা বোলিং ফিগার ৪/২৮। উইকেট শিকারে সিলেটের আরও দুজন বোলার আছেন ওপরের দিকে। দুজনই পেসার। প্রথমজন মোহাম্মদ আমির। আর দ্বিতীয় জন রেজাউর রহমান রাজা।
0 মন্তব্যসমূহ