Top News

6/recent/ticker-posts

নিজেদের জায়গা আরো শক্ত করলেন মাশরাফির সিলেট

নিউজ বিডি ডেস্কঃ

নিজেদের জায়গা আরো শক্ত করলেন মাশরাফির সিলেট

শীর্ষ দুইয়েই থাকছে সিলেট স্ট্রাইকার্স
প্লে–অফের দৌড় থেকে আগেই ছিটকে পড়েছে খুলনা টাইগার্স। তাদের জন্য ম্যাচটি নিয়মরক্ষার হলেও প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্সের এ ম্যাচ থেকে অর্জনের ছিল অনেক কিছু। পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফায়ার পর্বে জায়গা করে নিতে এ জয়টা গুরুত্বপূর্ণ ছিল মাশরাফি বিন মুর্তজার দলের।

মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে ফিরিয়ে আনা হয়েছিল এক ম্যাচের জন্য।চোটের ঝুঁকি নিয়ে খেলেছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও, যদিও ব্যাটিং-বোলিং কিছুই করেননি তিনি। সিলেটের বোলিং আক্রমণ খুলনাকে আটকে দেয় ১১৩ রানেই। জাকির হাসানের ফিফটিতে ১৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই সেটি টপকে গেছে সিলেট। এই জয়ের পর পয়েন্ট তালিকায় শীর্ষ দুইয়ে থাকাও নিশ্চিত করল সিলেট। 

মাত্র ১১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতে হোঁচট খেয়েছিল সিলেট। ছন্দে থাকা দুই ওপেনার তৌহিদ হৃদয় ও নাজমুল হোসেনকে তৃতীয় ওভারেই হারিয়ে ফেলে তারা। তবে ধীরগতির উইকেটে ছোট রানের ম্যাচটা হাতছাড়া হতে দেয়নি জাকির হাসান ও মুশফিকুর রহিমের জুটি। দুজন মিলে ৯০ রান যোগ করেন। ৩ বলের মধ্যে দুজন ফিরলেও সিলেটের সমস্যা হয়নি।
ইমাদ ওয়াসিম নিয়েছেন ৪ ওভারে ১০ রান দিয়ে ২ উইকেট।জাকিরের কৌশলী ব্যাটিংয়ে ৪৬ বল খেলে ৫০ রান করে আউট হন। ৫টি চার ও ১টি বিশাল ছক্কা ছিল এই বাঁহাতির ইনিংসে। মুশফিকের ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ৩৯ রান। পরে রানআউট হয়ে সাজঘরে ফেরেন।
খুলনার কেউই ব্যাটিংয়ে সেরকম সুবিধা করতে পারেনি।চোটের কারণে তামিম ইকবালের অনুপস্থিতিতে ধরে খেলার দায়িত্বটা অন্যরা ঠিকমতো পালন করতে পারেননি। মুনিম শাহরিয়ার, অ্যান্ড্রু বলবার্নি, শাই হোপ—তিনজনই আউট হন দলীয় ২১ রানে। 
ফিফটি করেছেন জাকির হাসান
ধ্বংসস্তূপের মধ্যেই চারে নামা মাহমুদুল হাসান এসে হাল ধরেন। কিন্তু তাঁকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। দুজনই থামেন ব্যক্তিগত ৬ রানে। এরপর সপ্তম উইকেটে নাহিদুল ইসলামের সঙ্গে ৩৬ রানের জুটি গড়েন মাহমুদুল। তাতে খুলনার রান ১০০ পার হয়। ওয়ানডে মেজাজে ব্যাট করা জয় ৪১ বলে ৪১ রান করেন। নাহিদুল ১৭ বলে করেছেন ২২ রান।

সিলেটের পেসার তানজিম হাসান ৪ ওভারে ২২ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। তবে সিলেটের সেরা বোলার ছিলেন ইমাদ ওয়াসিম। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়েছেন তিনি, উইকেট নিয়েছেন ২টি। পরে ম্যাচসেরার পুরস্কারও জেতেন এই পাকিস্তানি। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ