Top News

6/recent/ticker-posts

হাথুরুসিংহ তাকে দল থেকে বাদ দিয়ে দেবে যদি কোনো সিনিয়র ক্রিকেটার পারফর্ম না করে - পাপন

নিউজ বিডি ডেস্কঃ

 


দেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই বলাবলি হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটে ‘গ্রুপিং’ চলছে! অনেকদিন ধরেই বাংলাদেশের ক্রিকেট পাড়ায় এই কথাটি বলাবলি হচ্ছে। বরাবরই ক্রিকেটাররা বা বিসিবি থেকে যেটি নাকচ করা হয়েছে। তবে এবার বাংলাদেশের ক্রিকেটে ‘গ্রুপিং’ নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ক্রীড়াভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজের সঙ্গে আলাপকালে বিসিবি বস এটি স্বীকার করে বলেন, “বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্রুপিং, আর এটাই বাস্তবতা। আমার আর কোনো কিছুতেই সমস্যা নেই।”

এদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই সিনিয়র ক্রিকেটারের দ্বন্দ্ব অনেকটাই প্রকাশ্যে চলে এসেছে। তারা হলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সর্বশেষ ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএর অ্যাওয়ার্ড নাইটে হাজির হলেও সেখানে একজন আরেকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়নি। যা টাইগার ভক্তদেরও নজর এড়ায়নি।

এই মুহূর্তে পাপনের তার উদ্বেগের জায়গাও সেটাই, ‘আমি এই গ্রুপিং নিয়ে খুব উদ্বিগ্ন। মাত্র কদিন আগে আমি এটা জানতে পেরেছি। আমরা ভালো আগামী চাইতে হলে এটার শেষ দেখতে চাই। সবাইকে বুঝতে হবে গ্রুপিং করার জায়গা এখানে নাই।’

তবে এসব সমস্যার সমাধানের জন্য চন্ডিকা হাথুরুসিংহকে উপযুক্ত মনে করছেন নাজমুল হাসান। বিসিবি সভাপতির বিশ্বাস প্রধান কোচ নিজে এসবের সমাধান করতে পারবেন, “হাথুরুসিংহে আসার পর আমার মনে হচ্ছে নতুন কোনো একটা সমস্যা হতে পারে। আমি এখনই তা বলতে চাচ্ছি না। আমি আশা করবো সমস্যাটা যেন বড় না হয়”

পাপন যোগ করেন,  আমি জানি, যদি কোনো সিনিয়র ক্রিকেটার পারফর্ম না করে হাথুরু তাকে দল থেকে বাদ দিয়ে দেবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ