Top News

6/recent/ticker-posts

 তামিম বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৫ হাজার রানের মাইল ফলক গড়তে চলেছেন

নিউজ বিডি ডেস্কঃ
bangladesh vs afghanistan live,bangladesh vs afghanistan,bangladesh vs afghanistan 2022,bangladesh vs india,haque’s hundred helps bangladesh set west indies 395 target,t sports live,live sports,live match,t sports live tv,mominul haque’s 115,captain mominul haque,bangladesh,west indies,reaching the 3,000 runs milestone in the process,kyle mayers,shakib al hasan,half century,bangladesh vs west indies,test series

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইল ফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। ২০০৭ সালে ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তামিম ইকবালের।

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে টানা ১৫ বছর খেলছেন তিনি। কিছুদিন আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে ওয়ানডে এবং টেস্ট খেলছেন তিনি।

তিনি বর্তমানে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। ‌ দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩৭৪ ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। যেখানে ব্যাট হাতে ৪৩৭ ইনিংসে ১৪৯১৫ রান সংগ্রহ করেছেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে তার ব্যাটিং গড় ৩৫.৫৯ এবং ২৫ টি সেঞ্চুরি করেছেন বাংলাদেশের হয়ে ।

এছাড়াও নামের খাতায় রয়েছে ৯৩ টি হাফ সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে আগামীকাল চট্টগ্রামে তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে তামিম ইকবাল আর মাত্র ৮৫ রান করতে পারলেই  ১৫ হাজার রানের মাইল ফলক স্পর্শ করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ