Top News

6/recent/ticker-posts

ইংল্যান্ড সিরিজ শেষ না হতেই পরবর্তী তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের প্রতিপক্ষের নাম ঘোষণা

নিউজ বিডি ডেস্কঃ
kohli batting,kohli batting reaction,kohli best moments,cricketers reaction on kohli,virat kohli batting,kohli attitude,kohli aggressive moments,kohli dominated the australian team,virat kohli cricket,virat kohli aggression,kohli hundred,kohli century against australia,kohli batting cricketers reaction,kohli vs australia,kohli best innings,virat kohli test batting,kohli news,india vs australia match highlights,india against australia,cricket

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচ হেরেছে স্বাগতিক বাংলাদেশ। সেই সঙ্গে ইংল্যান্ড ক্রিকেট দল এক ম্যাচ বাকি থাকতে সিরিজও জিতে নিয়েছে। বিগত কয়েক বছর ধরের ঘরের মাঠে টানা সিরিজ জিততে থাকা বাংলাদেশ দল বিশ্বকাপের আগে এমন হারে কিছুটা অবাক টাইগার ভক্তরা। যদিও আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজে জিতে ঘুরে দাঁড়াতে চায় তারা।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হতে না হতেই জানা যায় যে চলতি মাসে ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার পরপরই তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড ক্রিকেট টিম। এই সফরে একটি টেস্টও খেলবে আইরিশরা।

আইরিশদের সাথে খেলার কিছুদিন পর, আগামী জুন-জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। ওয়ানডে বিশ্বকাপের আগমুহূর্তে নিউজিল্যান্ডকে আতিথ্য দেওয়ার সুযোগও আছে বাংলাদেশের সামনে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে খেলতে বাংলাদেশ দল এখন চট্টগ্রামে। আপাতত শেষ ম্যাচে জিতে হোয়াইটওয়াশ এড়াতে চায় তামিম ইকবালের দল। আর বিশ্বকাপের প্রস্তুতি পূর্ণ করতে আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজে তো নজর আছেই!

বাংলাদেশ দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ গণমাধ্যমকে বলেন, 'আমরা ইতোমধ্যে ইংল্যান্ডের কাছে দুই ম্যাচ হেরেছি। আমাদের ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে হবে এখান থেকে। সামনে বিশ্বকাপ, আমাদের হাতে দুইটি সিরিজ আছে আফগানিস্তান এবং আয়ারল্যান্ড । 


প্রথম ওয়ানডেতে দাভিদ মালানের সেঞ্চুরির কাছে হারে বাংলাদেশ। আর দ্বিতীয় ওয়ানডেতে জেসন রয়ের সেঞ্চুরির কাছে হেরে যায় তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ