Top News

6/recent/ticker-posts

মুশফিকুর রহিম তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪ হাজার রান পূর্ণ করেছেন

নিউজ বিডি ডেস্কঃ

 

 উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪ হাজার রান পূর্ণ করেছেন। বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলক অর্জন করলেন তিনি।

শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের চতুর্থ দিনে ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে মোট ১৪,০০০ রান ছুঁয়েছেন মুশফিক। এর আগে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১৪ হাজার ক্লাবে যোগ দেন ওপেনার তামিম ইকবাল। তিনিই প্রথম টাইগার খেলোয়াড় যিনি ১৫০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন।

সেদিন বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার আগে মাইলফলক থেকে 8 রান দূরে ছিলেন মুশফিক। লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর ক্রিজে যান তিনি।আইরিশ অফ-স্পিনার অ্যান্ডি ম্যাকব্রায়েনের কাছ থেকে কভার করার জন্য একটি ডেলিভারি চালিয়ে ১০তম ওভারে একটি সিঙ্গেল দিয়ে ১৪,০০০ রান স্পর্শ করেন তিনি।

বাংলাদেশের জার্সিতে ক্রিকেটের তিন সংস্করণে সর্বোচ্চ ৪৩২টি ম্যাচ খেলার রেকর্ড মুশফিকের। তিনি ৪৭৯ ইনিংসে ৩৪.১৬ গড়ে ১৪ হাজার ৪৩ রান করেছেন। ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ তারকার নামে ১৯টি সেঞ্চুরি এবং ৭৫টি হাফ সেঞ্চুরি রয়েছে।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। অনিশ্চয়তা উড়িয়ে দিয়ে ৭ উইকেটের জয় পেয়েছে তারা। আগের দিন ৮ উইকেটে ২৮৬ রানে নেমে যাওয়া সফরকারীরা বাকি ২ উইকেট হারিয়ে মাত্র ৬ রান যোগ করতে পারে। ১৩৮ রানের টার্গেট পায় স্বাগতিকরা।মুশফিকের অ্যাটাকিং ফিফটিতে সেটা সহজ হয়ে যায়।

রানের ফোয়ারা ছোটানোয় ম্যাচ সেরার পুরস্কার পান মুশফিক। প্রথম ইনিংসে ১২৬ রানের সুন্দর ইনিংস খেলেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। ৪৮ বলে ৭টি চার আসে তার ব্যাট থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ