Top News

6/recent/ticker-posts

গতকাল সাকিব এবং মাহমুদুল্লাহ ব্যাটিংয়ে না নামার আসল কারন জানালেন মিরাজ

নিউজ বিডি ডেস্কঃ

 

গতকাল সাকিব এবং মাহমুদুল্লাহ ব্যাটিংয়ে না নামার আসল কারন জানালেন  মিরাজ

গতকাল বরিশাল বনাম রংপুরের মধ্যকার ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে শুরুতেই মাঠের ভিতরে ঢুকে আম্পায়ারদের সাথে তর্কে জড়ান বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ইস্যু নিয়ে কথা হচ্ছে। তাহলো সাকিবের ব্যাটিং করতে না নামা।

বিপিএলে এবারের আসরে সিলেটের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ৬৭ রান করেছিলেন সাকিব আল হাসান। কিন্তু গতকাল ব্যাটিংয়ে নামেননি তিনি। শুধু সাকিবি নয় গতকাল ব্যাটিংয়ে নামেননি আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ।

তবে কি মাঠের শুরুর বিতর্কের কারণেই ব্যাটিংয়ে নামেনি সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনায় একটি উক্তি ঘুরপাক খাচ্ছে আর সেটি হল সাকিব আম্পায়ারদের সাথে রাগারাগি করে আর ব্যাটিংয়ে নামেননি। অনেকটা প্রতিকী প্রতিবাদের মতই সে না নামা।

তবে সংবাদ সম্মেলনে আসা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন কৌশল গত কারণেই ব্যাটিংয়ে নামেননি সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। মিরাজের জবাবে পরিষ্কার হলো, ‘নাহ। কোন রাগ, ক্ষোভ কিংবা অভিমান থেকে নয়। সাকিব ভাই কৌশলগত কারণেই নামেননি।’

সাকিব ভাই একা নন। অপর সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটার রিয়াদ ভাইও নামেননি। সেটা কেন? মিরাজের ব্যাখ্যা, ‘আমাদের প্ল্যান ছিল শুরুতে উইকেট গেলে আমি নামবো। আর সাকিব ভাই ও রিয়াদ ভাই পরে নামবেন। তাই সাকিব ভাই তার আগের ম্যাচের পজিশনে ব্যাট করতে নামেননি”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ