বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি নবম আসর শুরুর আগেই বিতর্ক জন্ম দিয়েছিলেন সাকিব আল হাসান। চাঁছাছোলা ভাষায় বিপিএলের আয়োজনকে 'যা তা' বলেছিলেন। নিজে সিইও হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যা পরবর্তীতে বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছায় পরিণত হয়েছিল। এ নিয়ে কম জলঘোলা হয়নি। সেই সাকিবের মুখেই কিনা এবার প্রশংসা!
গতকাল বিপিএলের প্রথম ধাপের ঢাকা পর্ব শেষ হয়েছে। এই পর্বে রান উঠেছে প্রচুর, বিশেষ করে রাতের ম্যাচগুলোয়। তাই মিরপুর শেরে বাংলার উইকেটের প্রশংসা করলেন সাকিব, 'এ বছর পিচ খুব ভালো। মিরপুরে এমন পিচ পাওয়া খুবই অপ্রত্যাশিত। সে জন্য কিউরেটরের প্রশংসা করতেই হয়। সে কারণেই আসলে এত বেশি রান হচ্ছে এবং মাঠের খেলাও ভালো হচ্ছে। রোমাঞ্চকর হচ্ছে।'
মিরপুরের উইকেটের সমালোচনা চিরকালীন। এই মাঠের উইকেট কখনই ব্যাটিং সহায়ক থাকে না। কিন্তু এবারের বিপিএলে ভিন্ন রূপ দেখা যাচ্ছে। গত ৮ ম্যাচের মধ্যে বড় স্কোর হয়েছে বেশ কয়েকবার। যেমন- ১৭৬, ১৯৬, ১৭৯, ১৬২, ২০১। দুটি সেঞ্চুরিও হয়েছে ঢাকা পর্বে। উইকেট ভালো হওয়ায় যেমন চার-ছক্কার ঝড় দেখা যাচ্ছে, তেমনই খেলা দেখে আনন্দ পাচ্ছেন দর্শকরাও।
0 মন্তব্যসমূহ