Top News

6/recent/ticker-posts

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট স্কোয়াড ঘোষণা

নিউজ বিডি ডেস্কঃ

 

 আফগানিস্তানের বিপক্ষে 'পাঁচ পেসার' রাখার কারণ ব্যাখ্যা করলেন নান্নু,
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, প্রচণ্ড গরমে খেলতে হচ্ছে পেসারদের। অনুশীলন করতে হবে। পরীক্ষা শুরু হতে এখনও অনেক দেরি। এর আগে, পেসারদের তালিকা বড় করা হয়েছে যাতে কোনও সমস্যা হলে ব্যাকআপ প্রস্তুত রাখা যায়। স্কোয়াডে রাখা হয়েছে পাঁচ পেসারকে।

সোমবার তিনি এ তথ্য জানান।

নান্নু বলেন, ওদের সঙ্গে আমরা অনেক আগে খেলেছি। আমাদের ক্রিকেটাররা এখন অনেক পরিণত ও অভিজ্ঞ। এই পরীক্ষায় আমরা আমাদের সেরাটা দিতে পারলে ভালো ফল পাব।

তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে আমাদের টেস্ট ম্যাচ আছে। খুবই চ্যালেঞ্জিং কন্ডিশন। এখন যথেষ্ট গরম। সর্বোপরি, আমরা সম্ভাব্য সেরা দিকটি রেখেছি। আমরা আশা করি আফগানিস্তানের বিপক্ষে আমরা সেরা ক্রিকেট খেলব।

আগামী ১৪ জুন মিরপুরে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট।

বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শাহাদাত হোসেন। , মুশফিক হাসান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ