Top News

6/recent/ticker-posts

আফগানিস্তান সিরিজের আত্মবিশ্বাস এশিয়া কাপ ও বিশ্বকাপে নিয়ে যেতে চান সাকিব

নিউজ বিডি ডেস্কঃ

 ছুটিতে যাওয়ার আগে বাংলাদেশ যেমন আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করতে চেয়েছিল, সে ইচ্ছেও পূরণ হয়েছে। সিলেটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ, আর সাকিব আল হাসানও জিতেছে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে। আফগানিস্তানের বিপক্ষে এই প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।

দেড় মাস পর এশিয়া কাপ, সেটা হবে ওয়ানডে সংস্করণে। এরপর ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশের এই টি-টোয়েন্টি দলের বেশির ভাগ খেলোয়াড়ও ওয়ানডে দলে। এই টি-টোয়েন্টি সিরিজ জিতলে আগামী দুটি বড় টুর্নামেন্টে বাংলাদেশকে অনেক আত্মবিশ্বাস দেবে বলে মনে করেন সাকিব।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই সিরিজ থেকে বাংলাদেশের অর্জন নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'ওয়ানডে দলে যারা খেলে তাদের অনেকেই এই টি-টোয়েন্টি দলেও আছে। ফলে এখান থেকে যে আত্মবিশ্বাস পাওয়া যায় সেই আত্মবিশ্বাস নিয়েই এশিয়া কাপ ও বিশ্বকাপে যাবে তারা।

সাকিব নিজেও আত্মবিশ্বাসে ভরপুর থাকার কথা। গতকালের ম্যাচে প্রথমে বল হাতে ১৫ রানে ২ উইকেট, তারপর ব্যাট হাতে ১১ বলে ১৮ রান করে দলকে জিতে মাঠ ছাড়েন। দুই ম্যাচের সিরিজে ৩৭ রান ও ৪ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন তিনি।তবে নিজের পারফরম্যান্সের চেয়ে দলের তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়েই বেশি উচ্ছ্বসিত বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশের এই টি-টোয়েন্টি দলে তরুণরা এরই মধ্যে সাহসী ক্রিকেট খেলে নিজেদের আলাদা করে ফেলেছে। গতকাল আফগানিস্তানের দেওয়া ১৭ ওভারে ১১৯ রানের লক্ষ্যে তরুণ ব্যাটসম্যানদের ওপর আস্থা রাখতে চেয়েছিলেন অধিনায়কসহ টিম ম্যানেজমেন্ট এজেন্ট। সেজন্য লিটন দাসের সঙ্গে ওপেন করতে পাঠানো হয় আফিফ হোসেনকে, সাকিব নিজেই তাওহিদ হৃদয়কে পাঠিয়েছিলেন ৪ নম্বরে। ম্যাচ শেষে সাকিব বলেন, 'আমি এবং কোচিং স্টাফ চেয়েছিলাম তরুণরা আরও বেশিক্ষণ ব্যাট করুক এবং শেষ করতে পারুক। ম্যাচ.'

সে পথে বাংলাদেশ বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল।বাংলাদেশ একবার বিনা উইকেটে ৬৬ রান করেছিল। এরপর দ্রুত ৩ উইকেট চলে যাওয়ায় সাকিবকে নামতে হয়। তবে ম্যাচ জেতা নিয়ে কখনোই চিন্তিত ছিলেন না সাকিব, 'হঠাৎ কয়েকটি উইকেট পড়ে গেলেও ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমরা যেভাবে শুরু করেছি, আমরা জানতাম যে আমরা সবসময় তাদের থেকে এগিয়ে ছিলাম। আমি জানতাম মাঠের অবস্থা তাদের স্পিনারদের জন্য কঠিন হবে।

বৃষ্টির পর বোলিং সত্যিই কঠিন হয়ে পড়ে। পর পর দুই ম্যাচে বাংলাদেশ ব্যাট করায় এই জায়গায় কিছুটা সুবিধা পেয়েছে। সাকিব সেটাও স্বীকার করে নিলেন, 'টসে ভাগ্য একটু সাহায্য করেছে, সেটা বলতেই হবে।'

দুই ম্যাচেই পরে বোলিং করায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয় আফগানিস্তান।আগের ম্যাচ শেষে এ নিয়ে কিছুটা দুঃখ প্রকাশ করেছিলেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। তবে এবার এ নিয়ে কোনো আক্ষেপের কথা বলেননি রশিদ, 'আবহাওয়া কোনো অজুহাত হতে পারে না। টি-টোয়েন্টিতে ফলাফল নির্ধারিত হয় সামর্থ্য ও দক্ষতার ভিত্তিতে, আমরা আজ সেই ক্ষেত্রে বেশ পিছিয়ে ছিলাম।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ