Top News

6/recent/ticker-posts

এক ওভারে ৪৮ রানের বিশ্ব রেকর্ড

নিউজ বিডি ডেস্কঃ
এক ওভারে ৪৮ রানের বিশ্ব রেকর্ড


আফগানিস্তানের কাবুল প্রিমিয়ার লিগে এক ওভারে ৪৮ রানের বিশ্ব রেকর্ড। শাহীন হান্টার্স ও আবাসিন ডিফেন্ডারদের মধ্যকার ম্যাচে ডিফেন্ডারদের স্পিনার আমির জাজাই ১ ওভারে ৪৮ রান খরচ করেন।

এর আগে আইপিএলে, ক্রিস গেইল এবং রবীন্দ্র জাদেজা টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে এক ওভারে ৩৭ রান করেছিলেন।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান (৩৬) হয়েছে দুইবার। ভারতের যুবরাজ সিং ২০০৭ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের বলে প্রথম ৬টি ছক্কা মেরেছিলেন। এরপর ২০২১ সালে উইন্ডিজ তারকা ব্যাটসম্যান কাইরন পোলার্ড শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়ার ১ ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন।

শাহীন হান্টার্স ব্যাটসম্যান সাদিকুল্লাহ অটল শনিবার জাজাইয়ের বলে ছটফট করেন।

ওই ওভারে আমির জাজাই ওয়াইড, অতিরিক্ত ৪, নো বল সবই করেছেন।

ম্যাচের ১৯তম ওভারে সাদিকুল্লাহ অপরাজিত ৭৬ রানে ব্যাট করছিলেন। দলের রান তখন ৬ উইকেটে ১৫৮। ওভারের প্রথম বলে জাজাই সম্মতি জানায়, সেই বলেই ছক্কা হাঁকান সাদিকুল্লাহ।

জাজাই পরের বলে ওয়াইড মারেন, অতিরিক্ত ৪ রানের জন্য সেটি ক্যাচ করতে ব্যর্থ হন কিপার। ফলস্বরূপ, এই স্পিনার কোনও বৈধ বল মারার আগে ১২ রান দিয়েছিলেন। পরের ৬ বলে ৬ ছক্কা মারেন সাদিকুল্লাহ। ওই ওভারে শাহীন হান্টার্স সংগ্রহ করে ৪৮ রান।

আগের ৩ ওভারে ৩১ রান দেওয়া জাজাই ৭৯ রান দিয়ে স্পেল শেষ করেন। সাদিকুল্লাহ অপরাজিত আফগানিস্তানের হয়ে মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৫৬ বলে ১১৮ রান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ