Top News

6/recent/ticker-posts

১৩ বলে ২৬ রান, পুরস্কার ১ লাখ ২১ হাজার টাকা

নিউজ বিডি ডেস্কঃ

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। ব্যাট ও বল হাতে একাই ম্যাচ ঘুরিয়ে দিয়ে বাংলাদেশের জয়ের নায়ক হয়ে উঠেছেন তিনি।

 

শনিবার অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ইনিংসের শেষ দিকে মাত্র ১৩ বলে ২৬ রান করেন রিশাদ। তার ইনিংসে ছিল ২টি ছক্কা ও ১টি চার, যা দলের ইনিংসকে শক্ত অবস্থানে নিয়ে যায়।

তবে আসল নৈপুণ্য দেখান বল হাতে। বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৩৫ রান খরচ করে ৬ উইকেট শিকার করেন তিনি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। তার ঘূর্ণিতে ছিন্নভিন্ন হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইনআপ।

অসাধারণ এই পারফরম্যান্সের জন্য রিশাদ হোসেনকে ম্যাচসেরা ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১ লাখ ২১ হাজার টাকা

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। রিশাদের এই পারফরম্যান্সকে ইতিমধ্যে “ঐতিহাসিক” হিসেবে আখ্যা দিচ্ছেন ক্রিকেট বিশ্লেষকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ